২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৪:২৭/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ

মহিউদ্দীন চৌধুরীর স্মরণ সভা ও দোয়া মাহফিল

     

তিন তিনবারের সাবেক সফল মেয়র, বীর চট্টলার সফল অভিভাবক, নগর পিতা, বীর মুক্তিযোদ্ধা, এবিএম মহিউদ্দীন চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নগরীর সফল ক্লাসনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেরন সান স্কুল এন্ড কলেজ চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ (প্রশাসনিক) রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, একাডেমিক কো-অর্ডিনেটর শওকত ওসমান, চান্দগাঁও ক্যাম্পাসের উপাধ্যক্ষ শিহাব উদ্দিন, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (ইনচার্জ) উৎপল পাল। প্রধান অতিথি বলেন, ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী ছিলেন একজন সফল মুক্তিযোদ্ধা এবং অসাধারণ দেশপ্রেমিক নেতা। কেবল একজন আদর্শ নেতা হিসেবে নয়, নিজ এলাকা চট্টগ্রাম ও এর অধিবাসীর প্রতি ছিল তাঁর অপরিসীম ভালোবাসা। চট্টগ্রামের উন্নয়নে যে অসামান্য অবদান তিনি রেখেছেন তা কখনো চট্টগ্রামবাসী ভুলতে পারবে না।’ সভাপতি বলেন, ‘এবিএম মহিউদ্দীন চৌধুরী বীর চট্টলার অবিসংবাদিত নেতা। দেশের জন্য তাঁর অবদান অপরিসীম। আজকের চট্টগ্রাম তাঁর উন্নয়ন প্রচেষ্টার অসামান্য ফসল। ইতিহাসের পাতায় তাঁর স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ আলোচনা শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা রাহমত উল্লাহ আজাদ। অনুষ্ঠানে মেরন সান স্কুল এন্ড কলেজ এবং মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply