১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:১১/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ১২:১১ পূর্বাহ্ণ

পঞ্চম ও অষ্টম শ্রেণীর ফল প্রকাশ ২৪ ডিসেম্বর

     

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার  ফলাফল  প্রকাশ হবে  আগামী ২৪ ডিসেম্বর।

আজ মঙ্গলবার  (১১ডিসেম্বর)  শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অষ্টম শ্রেণীর ফলাফল  ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয় । তবে প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর সময় পর্যন্ত দিয়েছেন।

অন্যদিকে পঞ্চম  শ্রেণীর ফলাফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রধানমন্ত্রী ২৪ তারিখের সম্মতি দেওয়ায় দুই সমাপনীর ফল প্রকাশ  একই দিনে হবে।

গত কয়েক বছর দরে  পঞ্চম ও অষ্টম শ্রেণীর ফলাফল  একই দিনে প্রকাশ করা হয়। সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের তারিখ থাকায় আগেই ফল প্রকাশের প্রস্তুতি নেয় দুই মন্ত্রণালয়।

গত ১ থেকে ১৫ নবেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি  পরীক্ষায়  অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী। আর ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেয়  ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন  শিক্ষার্থী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply