২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:১৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর কলেজে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপিত

     

 

চট্টগ্রাম বন্দর কলেজের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি পালিত হয়। প্রথম দিন হাউস ভিত্তিক ইসলামী সাহিত্য -সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ ইভেন্টে যথাক্রমে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসুল (সা.), কবিতা আবৃত্তি, নির্ধারিত বিষয়ে বক্তৃতা এবং নির্ধারিত বিষয়ে লিখিত রচনা জমা প্রতিযোগিতা সম্পন্ন হয়। দ্বিতীয় দিন মহানবী (সা.) এর জীবন ও কর্মের উপর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ১০ ডিসেম্বর ২০১৮  শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ইঞ্জিনিয়ার মো. নজমুল হক। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর হাই স্কুল কলোনি জামে মসজিদের খতিব আলহাজ্ব মওলানা মুহাম্মদ তৈয়ব আলী মজিদী। এতে স্বাগত আলোচনা পেশ করেন চট্টগ্রাম বন্দর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আহমদ ইমরানুল আজিজ, বিষয় ভিত্তিক আলোচনা করেন পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক মো. বেলাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক জাহেদুল হক পলাশ ও বাংলা বিভাগের প্রভাষক মুহাম্মদ তাওহীদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ।
মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা বলেন, বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন সফলতা ও মুক্তি সম্ভব। তাই রাসুলুল্লাহ (সা.) এর জীবন ও কর্ম সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন প্রয়োজন। এ জ্ঞানকে নিজের জীবনে বাস্তবায়ন করে মহানবী (সা.) এর আদর্শের আলোকে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply