২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৮:৩৯/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৮:৩৯ পূর্বাহ্ণ

মহাজোটের মনোনয়ন চূড়ান্ত: আ.লীগ ২৪০ শরিকরা ৬০

     

মহাজোটের শরিকদের মধ্যে আসন বণ্টন করেছে আওয়ামী লীগ। আজ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে মহাজোটের প্রার্থীদের চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদের জন্য ২৪০টি আসন রেখে জোটের অন্যান্য শরিকদের ৬০টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

৬০টি আসনের মধ্যে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি পাচ্ছে ৪০-৪২টি আসন। ওয়ার্কার্স পার্টি ৫টি, বিকল্পধারা বাংলাদেশ ৩টি, হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৩টি, জাতীয় পার্টি (মঞ্জু) ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ২টি ও আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদকে একটি আসন দেওয়া হচ্ছে।

শরিকদের মধ্যে এরশাদের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ছাড়া অন্য সবাই নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

বিকল্পধারা বাংলাদেশের জন্য যে তিনটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ তার মধ্যে মাহী বি. চৌধুরী মুন্সিগঞ্জ-১, এমএম শাহীন মৌলভীবাজার-২ ও মেজর (অব.) মান্নান লক্ষ্মীপুর-৪ আসন থেকে নৌকা প্রতীক লড়বেন।

শেয়ার করুনঃ

Leave a Reply