১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৩০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে যাদের মনোনয়ন বৈধ

     

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৮৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে আজ রোববার ২ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষে আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এ পর্যন্ত মনোনয়ন যাদের মনোনয়ন বৈধ করা হয়

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিএনপির মনিরুল ইসলাম ইউসুফ, শহীদুল ইসলাম চৌধুরী, কামাল উদ্দিন আহমেদ এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী দিদারুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহাজোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আ’লীগের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ড. হাছান মাহমুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী মইনুদ্দিন খান বাদল ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে ওয়ার্কার্স পার্টির মো. আবু হানিফ, কমিউনিস্ট পার্টির মৃণাল চৌধুরী, ইসলামিক ফ্রন্টের মো. ওয়াহেদ মুরাদ, ইসলামী আন্দোলনের শেখ আমজাদ আলী, ন্যাপের আলী নেওয়াজ খান, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হকের।

চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. আফছারুল আমিন, বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ছবি দেওয়া সাপেক্ষে বাসদ প্রার্থী মো. মহিন উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী সাবিনা খাতুন এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।পাশাপাশি বিএনএফের জিএমএম আতিউল ওয়াসীম, ওয়ার্কার্স পার্টির সৈয়দ মো. হাসান মারুফ এবং স্বতন্ত্র প্রার্থী (জামায়াতে ইসলামী) শাজাহান চৌধুরীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য এম এ লতিফ, বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জেএসডির ক্যাপ্টেন শহীদ উদ্দিন মাহবুব এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply