২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ২:৩৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:৩৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়া পাচারের সময় দালালসহ ১০ রোহিঙ্গা আটক

     

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝের পাড়া থেকে দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। তাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে  জানিয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝের পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মাঝের পাড়ার মো. ফজলুল হকের ছেলে মানবপাচারকারী দালাল আবদুর রহমানকে আটক করা হয়।

তার দেয়া তথ্যের ভিত্তিতে নৌকায় উঠার অপেক্ষায় থাকা হ্নীলা জাদিমোরা শাল বাগানের ডি-৫ এর বাসিন্দা নুর বশরের পুত্র মো.-জাবেদ (১৮), উখিয়া উপজেলার থাইংখালী ৯নং ক্যাম্পের মৃত হোসনের পুত্র মো. জিয়া (২৮), ৩৫ নং ক্যাম্পের মৃত হোছন আহমদের পুত্র মো. রশিদ উাল্লা (২৮), ১৩ নং ক্যাম্পের মৃত ফরিজ উল্লাহর পুত্র মো. নুর আলম (১৮), হ্নীলা মোচনী ক্যাম্পের আই ব্লকের হাসু মিয়ার মেয়ে মোসা. মোকাদ্দসা (১৮), কুতুপালং ৪নং ক্যাম্পের নুরে আলমের মেয়ে মোসা. জান্নাত আরা (১৬), একই এলাকার সমি উদ্দিনের মেয়ে মোসা. সেতারা (১৮), ১১ নং ই-৩ মৃত জাহেদ হোসনের মেয়ে মোসা. জুলেখা (২০), ১০ নং কুতুপালং ই-৩ বাসিন্দা মো. হোছনের মেয়ে মোসা. সলিকা (১২), সিপি-১২ নং বাসিন্দা দিল মোহাম্মদের মেয়ে মোসা. রোজিনাকে (১৮) আটক করা। ভিকটিমদের মধ্যে আটক নারীদের মালয়েশিয়ায় বিয়ে দেয়ার জন্য সাগর পথে পাচার করা হচ্ছিল।

 

শেয়ার করুনঃ

Leave a Reply