২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:৩৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা শৃংখলা উপ-কমিটির সভা অনুষ্ঠিত

     

“মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালির অহংকার” স্লোগান ধারণ করে আগামী ১ ডিসেম্বর হতে এম.এ.আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ৩০তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা সফল করার লক্ষ্যে শৃংখলা উপ-কমিটির এক সভা গত ২৪ নভেম্বর’১৮ শনিবার সন্ধ্যা ৭ টায় উপ-পরিষদের আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল আলমের সভাপতিত্বে এম.এ আজিজ স্টেডিয়ামস্থ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেম, মহাসচিব কমান্ডার মোজাফ্ফর আহমদ, কো-চেয়ারম্যান কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম সরওয়ার কামাল দুলু, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী মহাসচিব মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, অর্থ উপ-পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা প্রদে্যুত কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, নৌকমান্ডো রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আরমান উদ্দিন, সৈয়দ ওমর আলী, সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ সেলিম, বিপুল পাল প্রমুখ। সভায় বক্তারা বিজয় মেলা সফল করার লক্ষ্যে গৃহীত কর্মসূচী সমুহ- মুক্তিযোদ্ধার সমাবেশ, মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশ, যুব ও ছাত্র সমাবেশ, মহিলা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় র‌্যালী সহ সকল কর্মসূচীতে উপ-কমিটির সদস্যদেরকে যথাযথ পালনের জন্য আহবান জানান।

শেয়ার করুনঃ

Leave a Reply