১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:০৩/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

ফুলবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

     

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ সভা কক্ষে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের বেইজ লাইন ফলাফল শেয়ারিং এবং বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা পর্যায়ে কর্ম পরিকল্পনা হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার   ২২ নভেম্বর জেলার ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক রফিকুল ইসলাম। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রকল্পের কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আর্জিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী, ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, কাশিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন, সামাজিক সংগঠন গোল্ডেন ফিউচার একাডেমি কাশিপুরের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, সমাজ সেবা অফিসের সুপারভাইজার সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএফজি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ঝরণা বেগম। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেশকাতুল আবেদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া, ভাঙ্গামোড় ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন ইউনিয়নের কাজী, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply