১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৮:৩১/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে জশনে জুলুস সম্পন্ন

     

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে ৪৭তম জশনে জুলুস। সকাল ৯ টায় এই জুলুস শুরু হয়। সকাল হতেই দূর-দূরান্ত থেকে আসা মানুষের ঢল নামে জামেয়া মাদ্রাসা ও নগরীর বিভিন্ন সড়কে। লাখো লাখো মানুষের এ জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসুল শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (ম.জি.আ)। বুধবার ২১ নভেম্বর নগরের মুরাদপুর-ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, সিরাজদ্দৌলা রোড, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগি পাহাড়, জামালখান, চট্টগ্রাম কলেজ হয়ে জলসে জুলুস মাদ্রাসায় ফিরে যায়। জুলুসকে ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণে সাজানো হয়েছে খানকা, জামেয়া মাদ্রাসা, মুরাদপুর ও আশপাশের এলাকা।
জুলুসের মিডিয়া ডেস্কের আহ্বায়ক, পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন সোহেল এই জুলুসে গুরুত্বের সাথে দায়িত্ব করেন। ১৯৭৪ সালে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিকে নিয়ে দরবারে সিরিকোটের আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (র:) নির্দেশ ও রূপরেখা অনুসরণ করে আনজুমান ট্রাস্ট চট্টগ্রামে প্রথম জুলুস প্রবর্তন করে। যা এখনো চট্টগ্রামের ইসলামের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Reply