১৯ মার্চ ২০২৪ / ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:৫২/ মঙ্গলবার
মার্চ ১৯, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ

এম.এ সালামের মত নেতার বড়ই প্রয়োজন আজ

     

বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাবেক সভাপতি, ইউ.এস.টি.সি, পাহাড়তলী কলেজ, হাতেখড়ি স্কুল এন্ড কলেজ, এম.এ সালাম প্রাথমিক বিদ্যালয়, সালাম-নূর মহিলা মাদ্রাসা, সিলভার বেলস্ কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল, আগ্রাবাদ মহিলা কলেজ, এম.এ সালাম নগর স্বাস্থ্য কেন্দ্র সহ বহু সংখ্যক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল-কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এম.এ সালামের ১৬তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মূল্যবোধের অবক্ষয়ের এই চরম ক্রান্তিকালে মরহুম এম.এ সালামের মত নেতার বড়ই প্রয়োজন আজ। কারণ রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতির সর্বত্র আজ মূল্যবোধের অবক্ষয় প্রকটভাবে দৃশ্যমান। রাজনীতি এখন হয়ে উঠেছে টাকা রোজগারের সহজ মাধ্যম। অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, বিদেশী সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি অবলুপ্ত প্রায়। আদর্শহীন রাজনীতির পরিণাম হচ্ছে এটা। মরহুম এম. এ সালাম রাজনীতি করেছেন মানব কল্যাণ তথা সমাজসেবার মহান ব্রতে। মন্ত্রীত্বের প্রলোভন দেখানো হয়েছিল তাকে একাধিকবার। কিন্তু আদর্শের পূজারী এম.এ সালাম সেদিকে  না তাকিয়ে নিজের আদর্শে অবিচল থেকে সারাজীবন মুসলিম লীগের পতাকাকে সমুন্নত রেখেছেন। নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিন্দু পরিমানও বিচ্যুত হন নি। তাই মরহুম এম.এ সালাম হচ্ছেন আদর্শ রাজনীেিকর একটি রোল মডেল। গতকাল ১৯ নভেম্বর সোমবার মুহুরীপাড়ায় চট্টগ্রাম মহানগর মুসলিম লীগ আয়োজিত মরহুম এম.এ সালামের ১৬তম মৃত্যুবার্ষিকীতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাকীম আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ। চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের নির্বাহী সভাপতি হাকীম এম. শিহাবুদ্দীন চেধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম.এ মোমেন, এম.ও গণি, ডা. ইকবাল ওসমানী, মাওলানা আফফান ভূঁইয়া, মাওলানা আবু জাফর প্রমুখ। উল্লেখ্য মৃত্যুবার্ষিকীর কর্মসূচীর মধ্যে ছিল মরহুমের কবর জেয়ারত, খতমে কোরআন, ফাতেহা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে মুসলিম লীগের সর্বস্তরের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply