২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২৭/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:২৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

     

 

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর বর্তমান কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ফোরামের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত বর্ষপঞ্জি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল ১৯ নভেম্বর ২০১৮ বেলা ১০.৩০ টায় অনুষ্ঠিত হয়। উপাচার্য দফতরে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি প্রথমেই ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন এবং রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, স্টুডেন্টস ফোরামগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যাপক অবদান রাখছে। তিনি এ ক্ষেত্রে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের কার্যক্রমের জন্য সাধুবাদ জানান এবং এসব সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। এতে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আহমদ উল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন, দফতর সম্পাদক মুহাম্মদ মিনহাজুর রহমান শিহাব, আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিয়াদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ উপাচার্য স্যারের বহুমুখি প্রতিভার প্রশংসা করে বলেন, আপনার নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে, ইনশাআল্লাহ এ ধারা আরো অব্যাহত থাকবে। পরিশেষে রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply