১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১৭/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ

রায়পুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের জন্য মুক্ত আলোচনা

     

গঠনমূলক কথামালা, আবেগময় স্মৃতি, সফলতা ও ব্যর্থতা সর্বোপরি সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের জন্য মুক্ত আলোচনায়  শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত মূখরিত ছিল চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তন।এই অনুষ্ঠানটি আয়োজন করে আনোয়ারার উপকূলবর্তি এলাকার আদি বিদ্যাপীঠ রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু ছাদেক চৌধুরী খোকন।সাধারণ সম্পাদক মিয়া আবদুল করিম সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন।এই বিদ্যাপীঠের দীর্ঘদিনের প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্বেয় ছিদ্দিক আহমদের উপস্হিতি ছিল অনেকের জন্য প্রত্যাশিত।

এই জনপদের সাবেক ও বর্তমান তিন গণপ্রতিনিধি চেয়ারম্যান জানে আলম, সাবের ইবনে মাহাবুব ও এম. এ কাইয়ুম শাহের সরব উপস্হিতি মুক্ত আলোচনা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলে।সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের উপকুলীয় এলাকার বৃহৎ সামাজিক সংগঠন রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এস. এম জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাপ্তাহিক পূর্ববাংলা পত্রিকার কর্ণধার মিডিয়া ব্যাক্তিত্ব এম.আলী হোসেন সহ কার্যকরী কমিটির সরব উপস্হিতি ছিল এখানে লক্ষ্যণীয়।ব্যাংকার ইলিয়াছ বাঙ্গালী ও প্রথম ব্যাচের ছাত্র বীমাবিদ নুরুল আলম ও মাষ্টার আহমদ ছফা ছিলেন এই সার্বজনীন মুক্ত আলোচনায় অন্যতম আকর্ষণ। হাফেজ আবুল হাসান,মোহাম্মদ নুর চৌধুরী, আবদুল জব্বার তালুকদার, আলমগীর হোসেন,  আলমগীর  আজাদ, সেলিমগীর চৌধুরী, মাহফুজুর রহমান, সমন্বয়ক মোঃ জাফর ও তৎসময়ের মেধাবী শিক্ষার্থী নুরুল আমিন,  সিটি কর্পোরেশনের পরিদর্শক নজরুল ইসলাম, এডভোকেট আজিজুল হক চৌধুরী, , মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ ইলিয়াছ, এডভোকেট কবি জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নেছার,মুহাম্মদ ইদ্রিস বাঙ্গালী,  মহিউদ্দিন মিন্টু, মাষ্টার জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, মুহাম্মদ ইসমাইল বাদশা, আবদুল মান্নান, মোঃ এনা্‌মুল হক , ইউসুফ বাঙ্গালী, মোজ্জাফর আহমদ, হারুনুর রশিদ, ইয়াছিন বাঙ্গালী, আকতার কামাল মানিক, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ হান্নান, সজল, জাহিদুল ইসলাম জাহেদ,  টিপু তাজ মনির,  গিয়াছ উদ্দিন  প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেয়।

 

 

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply