২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১২:০৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ

সাবেক মন্ত্রী আমীর খসরু আজ জামিনে মুক্ত হয়েছেন

     

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী  আজ  ১২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক জানান, গতকাল রোববার উচ্চ আদালত থেকে কারাগারে আমীর খসরুর জামিন লাভের কাগজপত্র আসে।পরে তা যাচাই করে আজ সোমবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়েছে।কাগজপত্র যাচাই করতে একদিন সময় লাগলো কারা কর্তপক্ষের।

প্রসংগত গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানায় আইসিটি আইনে মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এরপর গত ২১ অক্টোবর আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

শেয়ার করুনঃ

Leave a Reply