২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:১৭/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ

ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুক্রবার শুরু

     

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামী শুক্রবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল আজিজ জানিয়েছেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ৮০৪ জন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো: সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ।কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর শনিবার এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply