১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৭/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ৪:৩৭ পূর্বাহ্ণ

গাজীপুরে ২৫ টন পলিথিন জব্দ

     

 গাজীপুর জেলা প্রতিনিধি 
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৬টি গুদাম থেকে প্রায় ২৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওইসব পলিথিন ও গুদাম মালিক গুদাম তালাবদ্ধ করে পালিয়ে যায়।

মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সকাল ১০টা থেকে সিটি কর্পোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় ওইসব এলাকার ৬টি গুদাম থেকে প্রায় ২৫ টন পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply