২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৩২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

মেহেরপুরে মাদক মামলায় ভারতীয় নারীর যাবজ্জীবন

     

মেহেরপুরে মাদক মামলায় শহিদা বিবি নামের এক ভারতীয় নারীকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় দেন।
দণ্ডিত শহিদা বিবি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলা শহরের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ১৪ মার্চ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকা থেকে ৪২ গ্রাম হেরোইনসহ র‌্যাবের একটি দল শহিদা বিবিকে গ্রেপ্তার করে। ওই দিনই মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে শফিকুল আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।
শেয়ার করুনঃ

Leave a Reply