২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:১২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:১২ পূর্বাহ্ণ

বায়েজিদ মডেল স্কুল বার্ষিক পুরস্কার শিক্ষার্থী সংবর্ধনা

     

বায়েজিদ মডেল স্কুল বার্ষিক পুরস্কার শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তারা বলেছেন, শিশুদের মনন বিকাশে উদ্দীপনা, প্রেরণা, উৎসাহ একটি সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করে। শিশুদেরকে আরো এক ধাপ এগিয়ে নিতে গেলে না শব্দ ব্যবহার না করে হাঁ শব্দ ব্যবহার করা উচিত। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা মা বাবা প্রেরণা ও শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ পাওয়ার কারণে সাফল্যতা অর্জন করেছে তাদের জীবন ইতিহাস থেকে এ রকম তথ্য পাওয়া যায়। তাই শিক্ষার্থীদের প্রেরণা দিয়ে এগিয়ে নিতে হবে। সমস্ত কঠোরতা পরিহার করে শিক্ষার্থীদের অনুকূল পরিবেশ দিতে হবে। গত ৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বায়েজিদ মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মাজহারুল হক প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মো. জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব পরিচালক ইয়াসমীন পারভীন তিবরীজি। উদ্বোধক ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক শিশুসাহিত্যিক কবি রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার আয়েশা হক শিমু।

শেয়ার করুনঃ

Leave a Reply