২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:১৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

শিল্পী আব্দুল আলীমের উপর হামলার অভিযোগ এফআইআর করেনি পুলিশ

     

সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের আফতাবনগর গ্রামে বাউল শিল্পী আব্দুল আলীম (৫০) এর উপর হামলাকারী সন্ত্রাসীদের এখনও গ্রেফতার করেনি পুলিশ। অথচ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এই দুস্থ লোকশিল্পী থানায় ৬ সন্ত্রাসীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রকাশ,আফতাবনগর গ্রামের কামাল বক্সের পুত্র আলাউদ্দিন,আলাউদ্দিনের পুত্র সেপুল ও বকুল, সুরুজ আলীর পুত্র রবিন,রুবেল ও মনাইগং ২৯ অক্টোবর সোমবার বেলা দেড়টায় বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল আলীমের বসতঘরে অনধিকার প্রবেশ করে তার স্ত্রী রোকশানা বেগম ও আব্দুল জহুরের স্ত্রী সামিরা বেগমকে বেদম মারপিঠসহ তাদেরকে আটক করে রাখে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে জেলা সদও হাসপাতালে ভর্তি করেন। একপর্যায়ে এলাকার লোকজন সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনার নিস্পত্তি করার প্রস্তাব দিলে আব্দুল আলিম তা মেনে নেন। কিন্তু পরদিন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হাছননগর মাজারের পার্শ্বে সরকারী রাস্তায় বাজারে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা উক্ত সন্ত্রাসীরা আব্দুল আলীমের পথ আগলে তাকে লোহার পাইপ,বাঁশের লাঠি ও কাঠের রুইল দ্বারা পেছন দিক থেকে আক্রমণ করত: বেদম মারপিঠক্রমে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা হামলার পাশাপাশি আব্দুল আলীমের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনাইয়া নেয়। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত আব্দুল আলীম বাদী হয়ে ৬ সন্ত্রাসীর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ শহীদুল্লাহ অভিযোগটি তদন্তের জন্য এসআই বাবুল হাওলাদারকে দায়িত্ব দেন। পুলিশ তদন্তে অভিযোগে বর্ণিত ২দিনের ২টি পৃথক ঘটনার সত্যতা পেলেও এখন পর্যন্ত নিরীহ বাউল শিল্পী আব্দুল আলীমের অভিযোগটি এফআইআর হয়নি। উল্লেখ্য জখমী আব্দুল আলীম স্থানীয় ভাই ভাই শিল্পীগোষ্ঠীর সভাপতি ও জেলা শ্রমিক ঐক্য সংগঠনের সহ সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এলাকাবাসী অবিলম্বে বাউল শিল্পী আব্দুল আলীম ও তার পরিবারের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply