১৬ এপ্রিল ২০২৪ / ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫০/ মঙ্গলবার
এপ্রিল ১৬, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ

গণপরিবহনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত কর: ছাত্র ইউনিয়ন

     

 

পরিবহন শ্রমিকদের পূর্বঘোষিত ধর্মঘটে সারা দেশে ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীরা শ্রমিকদের হামলা ও হয়রানির শিকার হচ্ছে। পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে বলা হয়েছিল শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। আজ সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় বাসে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের উপর চড়াও হয় শ্রমিক নামধারী সন্ত্রাসীরা । ছাত্ররা প্রতিবাদ জানানোর চেষ্টা করলে তাদের ওপর হামলা করে বাস শ্রমিকরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে আসা ও ফেরার পথে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা হয়রানির শিকার হয়েছেন। ধর্মঘটের মধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ক্লাস পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পরিবহন সংকটের কারণে এসব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি অনেক শিক্ষার্থী। এছাড়া  পরিবহন শ্রমিক ধর্মঘটের কারনে এম্বুলেন্সে এক শিশু মৃত্যুর খবর পাওয়া যায়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা সংসদ শিক্ষার্থীদের উপর শ্রমিক নামধারী সন্ত্রাসীদের হামলার জোর নিন্দা জ্ঞাপন ও এর সাথে জড়িতদের শাস্তি দাবী করছে। একই সাথে গণপরিবহণে ও বিশেষ রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানাচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply