২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৩৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ণ

ইংলিশ ক্লাব লেস্টারের মালিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত

     

ইংলিশ ক্লাব লেস্টার সিটির মালিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা নিহত হয়েছেন। কোরিয়ান এই ধনকুবের ২০১০ সালে ক্লাবটির মালিকানা নেয়ার পর ২০১৬ সালের প্রিমিয়ার লিগ শিরোপা জিতে। শনিবার রাতে বিমানটি বিধ্বস্ত হয়। তবে মালিকের মৃত্যুর খবর আজ ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ওইদিন প্রিমিয়ার লিগের একটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপরই কিং পাওয়ার স্টেডিয়ামের পাশে পার্কিং এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।
সোমবার ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়। যাতে বলা হয়, শ্রীবদ্ধানপ্রভা তার দুজন স্টাফসহ মারা গেছেন। ওই হেলিকপ্টারের পাইলট ও একজন আরোহীও দুর্ঘটনায় মারা যান।
মৃত্যুর ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ, খেলোয়াড় ও সমর্থকরা গভীর শোখ প্রকাশ করেছেন। ক্লাবের বহু সমর্থক বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধাও জানিয়েছেন।সুত্র ইত্তেফাক অনলাইন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply