২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

প্রফেসর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) সংবর্ধিত

     

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও চসিক প্রিমিয়ার কলেজের নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) মালেশিয়ার আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজ থেকে সংবর্ধিত করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের নির্বাহী কমিটির দাতা সদস্য জনাব নুরুল বশর মিয়া, নির্বাহী কমিটির সদস্য জনাব সারওয়ার মোরশেদ (কচি)। সংবর্ধিত অতিথি প্রফেসর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) শিক্ষার্থীদের আগামী দিনের সুনাগরিক হিসাব গড়ে উঠার জন্য কঠোর পরিশ্রম ও অধ্যবসারের আহবান জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের খেলাধুলার পাশাপাশি মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে। বই পড়তে হবে বই পড়ার বিকল্প নেই। যোগ্য নেতৃত্ব গড়ে তোলার জন্য তিনি পৃথিবীর বিখ্যাত নেতাদের অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন। আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী বলেন সুখী, সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল জাতি গঠনের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, শিক্ষকের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক এটিএম জয়নুল আবেদীন। কলেজের শিক্ষার্থী শরীফুল আমিন সিফাতের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এর পর দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন কলেজের অধ্যাপিকা মিসেস জান্নাতা ইয়াসমিন এবং মিসেস তাসমিনা জহির। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রেজাউল বারী ভূঁইয়া ও কর কর্মকর্তা এ.কে. এম সালাহ্ উদ্দিন। অধ্যক্ষ মহোদয় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply