১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

     

 

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি
পরিবহন শ্রমিকদের ৮দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। ৪৮ ঘন্টার কর্মবিরতিতে রোববার সকাল থেকে কুড়িগ্রামে পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে দুর পাল্লার যাত্রী ও পন্য ব্যবসায়ীরা। সকাল থেকে যানবাহন চলাচল না করায় জেলার মহাসড়কগুলো ফাঁকা পড়ে ছিল। এ সড়কগুলোতে শুধু রিকসা ও ব্যাটারী চালিত অটো রিকসা চলাচল করছে।
জেলা শহর ও উপজেলা শহরে পরিবহন শ্রমিকদের অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করতে দেখা গেছে। শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ।
পরিবহন শ্রমিকরা জানান, সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিন যোগ্য করাসহ ৮ দফা দাবীতে তারা পরিবহন কর্মবিরতী পালন করছে।
শ্রমিক নেতা মো: নুর আমিন মিলন জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ এর কতিপয় ধারা সংশোধনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা কুড়িগ্রাম জেলার পরিবহন শ্রমিকগণ এ কর্মসূচী পালন করছি।
কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাসেল জানান, সড়ক পরিবহন একটি জনগুরুত্বপুর্ণ সেবা খাত। পরিবহন শ্রমিকরা এদেশের মানুষেরই সেবার জন্য নিয়োজিত। কিন্তু এই শ্রমিকদের জন্য যে কঠোর আইন পাশ করা হয়েছে। আমরা এই আইনের সংমোধনীর জন্য কর্মবিরতি পালন করছি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply