১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

বেনাপোল বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করেছে বিজিবি 

     

এম ওসমান, বেনাপোল 
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোন পাচারকারী আটক হয়নি।
শনিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে বেনাপোল-পুটখালী সড়কের শিকড়ি ইটভাটার পাশ থেকে  ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এই মাদক দ্রব জব্দ করে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের বেনাপোল  আইসিপি ক্যাম্পের  সুবেদার  আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে   জানান, তাদের কাছে গোপন খবর ছিল বেনাপোল সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। শিকড়ী ইটভাটা এলাকায় পাচারকারীদের ধাওয়া করলে তারা মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। এসময় বস্তার মধ্য থেকে ৬৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদক দ্রব্য যশোর হেড কোয়ার্টারে পাঠানো হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply