২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ২:২০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

মেরন সান স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ সম্পন্ন

     

সদ্য সমাপ্ত নির্বাচনী পরীক্ষার ফলাফল পরবর্তী লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা এবং আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি সংশ্লিষ্ট অভিভাবক সমাবেশ নগরীর সফল ক্লাসনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান মেরন সান স্কুল এন্ড কলেজ, চকবাজার ক্যাম্পাসে গতকাল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মেরন সান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, মেরিট বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, পরিবেশ গবেষক ও সুলেখক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ্। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, অত্র প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের উপাধ্যক্ষ (প্রশাসনিক) রাজেশ কান্তি পাল, উপাধ্যক্ষ (একাডেমিক) শিহাব ইকবাল, বিজ্ঞান শাখার শ্রেণি শিক্ষক দেবাশিস বড়ুয়া, ব্যবসায় শিক্ষা শাখার শ্রেণি শিক্ষক ছরওয়ার উদ্দীন আরবী, শিক্ষক শহীদুল ইসলাম, অভিভাবক শংকর সেন গুপ্ত প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক এই ত্রিমাত্রিক সম্পর্ক ছাড়া পরীক্ষায় সাফল্য অর্জন কোন শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয়। নির্বাচনী পরীক্ষা পরবর্তী তিনটি মাস প্রাতিষ্ঠানিক বিশেষ ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মতি প্রদানসহ প্রশাসন, শ্রেণি শিক্ষক ও বিষয় শিক্ষকদের সাথে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে সম্মানিত অভিভাবকগণ বরাবরের মতোই সহযোগী থাকলে পরীক্ষায় গোল্ডেন ও এ-প্লাসসহ শতভাগ সাফল্য অর্জন মোটেও অসাধ্য নয়।’ সভাপতি বলেন, ‘সম্মানিত অভিভাবকগণ সবসময় পাশে ছিলেন বলেই এবং প্রাক-নির্বাচনী পরীক্ষা পরবর্তী অভিভাবক সমাবেশের কারণে নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীদের কাক্সিক্ষত ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এসএসসি পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিশেষ ক্লাস, ক্লাস টেস্ট ও মডেল টেস্ট-এ শিক্ষার্থীদেরকে নিয়মিত অংশগ্রহণ করানোর মাধ্যমে এসএসসিতে প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা বরাবরের মতোই আশা করা হচ্ছে। তবে এক্ষেত্রে তাদের প্রয়োজনীয় তত্ত্বাবধানের জন্য শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকগণকেও সবচেয়ে আপনজন হিসেবে সময় ও শ্রম ব্যয় করতে হবে।’ অভিভাবক সমাবেশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন একাডেমিক কো-অর্ডিনেটর মোহাম্মদ শওকত ওসমান। উক্ত সমাবেশে দশম শ্রেণির শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল অভিভাবক-অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Reply