১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩১/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ

‘ফ্রান্সে নেকাব নিষিদ্ধ করা মানবাধিকার লঙ্ঘন’

     

ফ্রান্সে মুসলিম নারীদের নেকাব নিষিদ্ধ করাকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি।
ফ্রান্স সরকারের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে ফ্রান্স বোঝাতে সক্ষম হয়নি যে তাদের দেশের নিরাপত্তার জন্য নেকাব নিষিদ্ধ করা অপরিহার্য ছিল। এটি সমাজে সকল ধর্ম-মতের মানুষের একত্রে বসবাসের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
স্বাধীনভাবে কাজ করে এমন বিশেষজ্ঞদের নিয়ে জাতিসংঘের একটি প্যানেল কমিটি ৬ মাসের মধ্যে ফ্রান্সকে এব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলেছে।
২০১১ সালে প্রথম বোরকা নিষিদ্ধ করে ফ্রান্স। ফ্রান্সে বোরকা বা নেকাব পড়লে জরিমানার বিধান রয়েছে। ইউরোপে সর্বপ্রথম ফ্রান্সই বোরকার ওপর নিষেধাজ্ঞা জারি করে। ২০১৫ সালে বোরকা পরার কারণে প্রায় ১৫০০ ব্যক্তির ওপর অর্থদণ্ডের ঘটনা ঘটে।-রয়টার্স।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply