২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৪৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:৪৩ পূর্বাহ্ণ

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে মানহানি মামলা

     

 

কুড়িগ্রাম প্রতিনিধি
নারী সাংবাদিক মাসুদা ভাট্টীকে কটুক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল আদালতে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের হয়েছে।
রোববার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এডভোকেট মোছা. মাকসুদা বেগম বেবি বাদী হয়ে ব্যারিস্টার ময়নুল হোসেনের বিরুদ্ধে দন্ডবিধির ৫০৪/৫০৫ ও ৫০৯ ধারায় পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন মামলা দায়েরে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় বলা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘একাত্তর জার্নাল’ টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য রাখেন, যা সমগ্র নারী সমাজের সম্মান ও মর্যাদা ক্ষুন্ন করেছে। তার বক্তব্য মানহানিকর। মামলায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
বাদী এডভোকেট মাকসুদা বেগম বেবির পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট জাকিয়া সুলতানা সুইটি সহ পাঁচ জন আইনজীবী।
আদালতের বিজ্ঞ বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সমন জারি করেন।
সমনে ব্যারিস্টার মইনুল হোসেনকে আগামী ২২ নভেম্বর আমলি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছে আদালত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply