১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

১ লাখ ৬৭ হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন

     

চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা হুয়াওয়ে যুক্তরাজ্যের লন্ডনের এক অনুষ্ঠানে এ বছরের সবচেয়ে দামি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন উদ্বোধন করেছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে ছাড়া মেট ২০ সিরিজে মোট চারটি মডেলের স্মার্টফোন এনেছে অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চারটি মডেলের স্মার্টফোনের মধ্যে সবচেয়ে দামি মডেলটি হচ্ছে পোরশে ডিজাইন হুয়াওয়ে মেট ২০ আরএস। এটি বিশেষ সংস্করণের ফোন। এর দাম প্রায় ১ লাখ ৬৭ হাজার টাকা (১৬৯৫ ইউরো)।

পোরশে ডিজাইন হুয়াওয়ে মেট ২০ আরএস ফোনটিতে ৮ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ থাকছে। এর ৫১২ জিবি স্টোরেজযুক্ত সংস্করণটির দাম ২ হাজার ৯৫ ইউরো। ১৬ নভেম্বর থেকে ফোনগুলো বাজারে পাওয়া যাবে।

এ বছরে দামি স্মার্টফোন হিসেবে অ্যাপল বাজারে ছেড়েছে আইফোন এক্সএস ম্যাক্স, যার ৬৪ জিবি স্টোরেজ সংস্করণটির দাম ১ হাজার ৬৪৯ মার্কিন ডলার।

অ্যান্ড্রয়েডনির্ভর হুয়াওয়ে মেট ২০ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর নকশা। ফোনটি তৈরিতে জার্মানির প্রতিষ্ঠান পোরশে ডিজাইনের সঙ্গে চুক্তি করেছে হুয়াওয়ে। এর আগে ২০১৬ সালে মেট ৯ পোরশে ডিজাইন বাজারে ছেড়েছিল হুয়াওয়ে। ফোনটির পেছনে কালো গ্লাস ও চামড়া (টেক্সচারড লেদার) ব্যবহার করা হয়েছে। ওই চামড়া লাল ও কালো রঙে পাওয়া যাবে।

ফোনটিতে ৬ দশমিক ৩৯ ইঞ্চি মাপের বাঁকানো ওএলইডি স্ক্রিন ও হুয়াওয়ের আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সযুক্ত কিরিন ৯৮০ চিপসেট ব৵বহৃত হয়েছে। এতে নিরাপত্তা–সুবিধা হিসেবে স্ক্রিনের ভেতর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, থ্রিডি ফেসিয়াল আনলক ও বোন ভয়েস আইডি ব্যবহৃত হয়েছে।

পোরশে ডিজাইনের ফোনটির ব্যাটারি ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের। এতে ফার্স্ট চার্জ প্রযুক্তি, ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। ফোনটির সামনে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর পেছনে রয়েছে অভিনব তিন ক্যামেরা সেট আপ। এতে ৪০ মেগাপিক্সেল, ২০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের পৃথক সেন্সর রয়েছে। ফোনটি আইপি ৬৮ রেটিংয়ের, অর্থাৎ এটি পানি ও ধুলারোধী।প্রথম আলো                                                                                                                                                                     

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply