২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:১৪/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

অরুণোদয় এর  পরিচালনা পরিষদ গঠিত

     

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সংগঠন অরুণোদয় এর প্রথম কাউন্সিল ১২.১০.১৮ সকাল ১১টায় দোস্ত বিল্ডিং ৫ম তলায় অনুষ্ঠিত হয়। অরুণোদয় এর প্রধান সম্পাদক মুশফিক উদ্দিন ওয়াসির সভাপতিত্বে বক্তব্য রাখেন অরুণোদয় এর সাবেক উপদেষ্টা জয়তু সুশীল, ও বর্তমান উপদেষ্টা এ্যানী চৌধুরী এবং ডেলিগেটবৃন্দ। কাউন্সিল রিপোর্ট পেশ করেন সংগঠনের অন্যতম সম্পাদক সাকা মল্লিক।

বক্তারা বলেন, “আদিকাল থেকে আজকের সময়ে মানুষের অগ্রগতির পিছনে শ্রমজীবী জনতাসহ লক্ষ কোটি মানুষের অবদান রয়েছে। অরুণোদয়ে তাদের এই অবদানকে স্বীকার করেই এগিয়ে যেতে চাই। অরুণোদয়ের উদ্দেশ্য সমাজের প্রগতিশীল সাহিত্য ও সংস্কৃতির ধারাকে তৃণমূল পর্যন্ত পৌছে দেওয়া। একটি সুন্দর ও সাম্যের সমাজ গড়ার লক্ষ্যে সকল শ্রমজীবী জনতার ত্যাগ,নিপীড়িত মানুষের আত্নত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিয়ে একদল ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধার তৈরি করা যারা সমাজ বিকাশে সাহিত্য সংস্কৃতির ধারাকে ধারাবাহিক ভাবে পরিচালনা করবে।’

বক্তারা আরো বলেন, ‘অরুণোদয় প্রত্যেক ক্যাম্পাসে সাহিত্য আড্ডা, চলচ্চিত্র আড্ডা, পাঠাগার গঠন সহ নানান সামাজিক ও সাংস্কৃতিক কাজে অগ্রণী ভূমিকা রাখতে চায়।’

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ নির্বাচিত হয়।

সভাপতি: সাকা মল্লিক
সাধারণ সম্পাদক: নেভী দে (চট্টগ্রাম কলেজ)
সদস্য:
১)তাপস দে (সরকারি সিটি কলেজ)
২)ইমরান জুবায়ের ইমু (সরকারি সিটি কলেজ)
৩) ফয়সাল বিন ওমর জিহাদ (সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ)

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply