১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৫৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

ভুজপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া 

     

 

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ঢাক ডোল বাজিয়ে সোমবার দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে শুরু হয়েছে শুভ মহালয়া। আজ পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। মা আজ পা রেখেছেন মর্ত্যলোকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভুজপুর থানা শাখার উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের শুভ মহালয়া ৮ অক্টোবর সোমবার ভুজপুরস্থ কাজিরহাট শ্রী শ্রী হরি, কালী ও দূর্গা পুজা মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। ভুজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী বাবুল কান্তি দের সভাপতিত্বে অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট উত্তম কুমার মহাজন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের এস.এন ডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রী দিলীপ মজুমদার। প্রধান ধর্মীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দেওয়ানপুর কলেজের অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন ফারুখী, ভুজপুর থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাবুল বিশ্বাস, প্রতিষ্টাতা সভাপতি লক্ষী বিন্দু ধর, বাগীশিক ফটিকছড়ি উপজেলার সভাপতি ডাঃ সুব্রত চৌধুরী, সাধারন সম্পাদক রুপক দে, মাষ্টার সুনিল পাল, রঞ্জিত পাল ও তাপস চন্দ্র বাবু লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, রঞ্জিত শীল। অনুষ্টানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ভুজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিহির কুমার দের সঞ্চালনায় শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করেন নেন পূজা উদযাপন পরিষদের কর্মকর্তারা। পরে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ স্মারক গ্রন্থ “আধ্যাশক্তি ” বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply