২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:৩৪/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ২৫৫ পূজামণ্ডপে ৫ স্তরের নিরাপত্তা: পুলিশ কমিশনার

     

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২৫৫ টি পূজামণ্ডপে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।
বুধবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মাহবুবুর রহমান বলেন, দুর্গা পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম পুলিশের পক্ষ থেকে মনিটরিং করা হবে। প্রতিবছরের মতো এ বছরও জাকজমকভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব পালন হবে। পুলিশের পক্ষ থেকে সবরকমের সহযোগিতা দেয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, আশা করি কোনও অপশক্তির কাছে পরাজিত হবো না। এ বছর নির্বাচনের বছর, অনেকই নির্বাচনের বছরে ফায়দা নেয়ার চেষ্টা করবে, যেকোনো ভাবে সুযোগ নেয়ার চেষ্টা করবে। কিন্তু পুলিশ তাদেরকে সেই সুযোগ দিবে না। সবার সম্মিলিত চেষ্টায় দুর্গা উৎসবকে উৎসবে রূপান্তর করবো।

পুলিশ কমিশনার বলেন, পূজা মণ্ডপগুলোতে ১৪ তারিখ থেকে আনসার এবং ১৫ তারিখ থেকে পুলিশ মোতায়েন হবে স্থায়ীভাবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply