২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৩৩ পূর্বাহ্ণ

রূপালী ব্যাংকের ঋণ খেলাপী জাহাঙ্গীর আলম কারাগারে

     

দীর্ঘদিন আত্মগোপনে থাকা ঋণখেলাপী মোঃ জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠিয়েছেন মহানগর দায়রা জজের ৬ষ্ঠ আদালত। তিনি রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড কোতোয়ালী থানার নিউমাকের্ট কর্পোরেট শাখা, চট্টগ্রাম এর ৩০.০০ লক্ষ টাকার ঋণখেলাপী মামলার সাজাপ্রাপ্ত আসামী। রূপালী ব্যাংক সুত্রে জানা যায়, মেসার্স ভেনাস এন্টারপ্রাইজ লিমিটেড এর স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম ২০১১ সালে তার এম.এস স্ক্র্যাপ আমদানীর এলসির বিপরীতে ২ কোটি ১০ লক্ষ ৮০ হাজার টাকা এলটিআর ঋণ নেন।
বিপরীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ৩০.০০ (ত্রিশ) লক্ষ টাকার একটি, ৭০.০০ (সত্তর) লক্ষ টাকার একটি এবং ১০০.০০ (একশত) লক্ষ টাকার একটি সহ মোট তিনটি চেক দেন। ৩০.০০ লক্ষ টাকার চেকটি সংশ্লিস্ট হিসাবে উপস্থাপন করলে একই বছরের ২৫ শে মার্চে অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার হয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ তাকে লিগ্যাল নোটিস প্রদান করে এবং ১৪ ই জুন ২০১২ ইং তারিখের সিআার মামলা নং-১৩১৮/১২ দায়ের করেন। পরবর্তীতে যা যুগ্ন মহানগর দায়রা জজ আদালত, চট্টগ্রামে এসটি মামলা ৪৩১৫/১৩ হিসাবে নথিভূক্ত হয়। আদালত তাকে ৮(আট) মাসের কারাদন্ড এবং ৩০.০০(ত্রিশ) লক্ষ টাকার অর্থদন্ডে দন্ডিত এবং ওয়ারেন্ট জারি করেন। এরপর আতœগোপনে চলে যান জাহাঙ্গীর আলম। সর্বশেষ ২০ শে সেপ্টম্বর ২০১৮ তারিখে পলাতক আসামিকে আটক করে ২৪/০৯/২০১৮ ইং তারিখ যুগ্ন মহানগর দায়রা জজের ৬ষ্ঠ আদালতে হাজির করলে তাকে সাজা পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণ করেন। রূপালী ব্যাংক লিমিটেড নিউমার্কেট কর্পোরেট শাখার বর্তমান ব্যবস্থাপক মোঃ হারুন-উর-রশিদ বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে, উক্ত গ্রাহকের বিরুদ্ধে শাখা কর্তৃক আরও দুইটি মামলা বিচারাধীন। তন্মধ্যে একটি সিআর (এনআই এ্যাক্ট) মামলা নং- ১৭২৮/১২, তারিখ: ৩১/০৭/২০১২, টাঃ১৭০.০০ (একশত সত্তর) লক্ষ টাকা এবং একটি অর্থঋণ মামলা নং- নং-৭/২০১৩, তারিখ: ১৭/০১/২০১৩ ইং টাঃ২,২৫,৪৩,৯০২.০০ (দুইকোটি পঁিচশ লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত দুই টাকা)।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply