২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

     

সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মঙ্গলবার ২-১ গোলে জিতে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের আগের ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেওয়া দলের পয়েন্ট ৬।

আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অপর সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল।

দুটি দলেরই সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগে। গ্রুপ সেরা নির্ধারণের ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে হারানো নেপালকে শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ।

ষোড়শ মিনিটে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের লম্বা করে বাড়ানো বল গায়ের সঙ্গে সেঁটে থাকা এক ডিফেন্ডারকে গতি দিয়ে পেছনে ফেলে ধরে নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন সিরাত জাহান স্বপ্না। পাকিস্তানকে উড়িয়ে দেওয়া ম্যাচে ৭ গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

৩২তম মিনিটে গোলরক্ষক রুপনা চাকমা গোল কিক নেওয়ার পর অফসাইডের ফাঁদ ভেঙে বলের নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কৃষ্ণা। প্রতিযোগিতায় এটি তার দ্বিতীয় গোল।

৪১তম মিনিটে ডি-বক্সে কৃষ্ণা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পোস্টের বাইরে মেরে ব্যবধান বাড়াতে পারেননি শামসুন্নাহার সিনিয়র।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রাশমি কুমারী গোল করলেও তা নেপালের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। সুত্র এবিনিউজ

শেয়ার করুনঃ

Leave a Reply