২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামে অস্ত্র মামলায় ৩ আসামীর ১০ বছর সশ্রম কারাদন্ড

     

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ৫ম যুগ্ম দায়রা জজ শরমিন জাহান অস্ত্র মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। আজ ২৩ এপ্রিল আদালত এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ’১২ ভোর ৫ টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নয়াহাটস্থ নেজামী হামজা অলি খাঁ মসজিদের সামনে রাস্তার উপরে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লার্শীকালে অটোরিক্সা (চট্ট-মেট্রো-থ-১১-৫৯৪৮) তল্লাশী চালায়। এ সময় গাড়ীতে থাকা ড্রাইভারসহ ৩ জনকে পুলিশ আটক করে। আটককৃতদের মধ্যে শরীর তল্লাশী করে মো. ফোরকানের প্যান্টের পকেটে লুকানো অবস্থায় ১টি এলজি, ১টি কার্তুজ, মো. আবদুল মন্নান প্রকাশ. মন্নান ডাকাতের শার্টের নিচে লুকানো ১টি এলজি, ২টি কার্তুজ, জসিমের নিকট থেকে ১টি ১১ ইঞ্চি লম্বা স্টিলের ছাকু উদ্ধার করে। পরে আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সে মামলায় একই সালের ৪ সেপ্টেম্বর চার্জ গঠন করা হয়। পরবর্তীতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য-প্রমানের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে সন্দোহতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ রবিবার ৫ম যুগ্ম মহানগর দায়রা জজ শরমিন জাহান প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট  মো. সামশুল আলম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply