১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৩/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ

ঝালকাঠিতে নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বিষয়ক অরিয়েন্টেশন

     

 

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে মানুষকে সচেতনতা বিষয়ক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজন ও দ্যা হাঙ্গার প্রজেক্টের যৌথ উদ্যোগেশুক্রবার সকাল ১০টায় জেলার কাঠালিয়া পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা সুজনের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সুজন সম্পাদক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন খানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চেলের পিস আম্বাসেডর সাইফুল ইসলাম বাদশা, হাঙ্গারের সিনিয়র প্রোগ্রামার তুহিন আফসারী, সুজনের বরিশাল জেলা কমিটির সম্পাদক রনজিৎ দত্ত, হাঙ্গারের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, জেলা সমন্বয়কারী জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো. তরুন সিকদার, উপজেলা বিএপি’র সাধারন সম্পাদক জাকির হোসেন কবির, জাতীয় পার্টির (জেপি) আহবায়ক এনায়েত হোসেন খসরু, জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন অপু, উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, প্রেস ক্লাব সভাপতি সিকদার মো. কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, অধ্যাপক মো. ইমদাদ হোসেন ফারুক, উপজেলা জাতীয় পার্টির (জাপা) আহবায়ক মো. জাকির হোসেন মজনু, উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুকুল গোলদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, সাংবাদিক মাও. মো. খাইরুল আমিন ছগির ও শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।

অরিয়েন্টেশনে বক্তারা বলেন, উপজেলার রাজনৈতিক ব্যাক্তিদের একত্রতা ও সকল রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে মানুষকে সচেতনতার আহবান জানান। এছারও প্রত্যেক রাজনৈতিক দলের ৩জন, সাংবাদিক, সচেতন নারী, শিক্ষকদের নিয়ে ৩দিন ব্যাপি খুলনায় একটি প্রশিক্ষনের আয়োজন করেছে দ্যা হাঙ্গার প্রজেক্ট। বরিশাল বিভাগের ৫টি উপজেয়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলা থেকে এ কর্মসূচি শুরু করে সংগঠনটি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply