১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:১১/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

আওয়ামীলীগের রাজনীতির ছল-চাতুরীতে জাতি আজ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে- মুসলিম লীগ

     

মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য এম এ আজিজ বলেন, আওয়ামীলীগ সংসদে গেলে সরকারী দল আর মাঠে-ময়দানে গেলে বিরোধী দলের ভূমিকা পালন করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভার মধ্য দিয়ে নৌকা প্রতীকে ভোট চান আর বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দেন না, এটা হলো এ সরকারের গণতন্ত্র।
আজ খুন, গুম ও অপহরণের ভয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতা ও বুদ্ধিজীবীরা ভয়ে সত্য কথা বলতে চাইছেন না। এম এ আজিজ আরো বলেন, আমাদের গোয়েন্দা সংস্থাকে সরকার কলংকিত করছে। রাতের অন্ধকারে ডিবি-পরিচয় দিয়ে ঘর থেকে লোকজন ধরে নিয়ে যাচ্ছে। এমনকি, আদালত ভবনের সামনে থেকেও ডিবি পরিচয় দিয়ে লোকজন তুলে নেওয়া হচ্ছে। যারা অপরহরণ হচ্ছে তাদের আত্মীয় স্বজন েেগায়েন্দা সংস্থায় গিয়ে জানতে চাইলে সংস্থার লোকজন বলে থাকেন, আমাদের কোন লোক আপনাদের লোককে আনে নাই। থানায় গিয়ে জানতে চাইলে থানার দায়িত্বশীল লোকেরা একই কথা বলেন, আমরা জানি না। এখন পর্যন্ত সরকার ভূঁয়া ডিবির সন্ধান জাতিকে জানাতে পারেন নাই। এ বিষয়ে জাতিকে অন্ধকারে রাখা হয়েছে। পাশাপাশি সরকার জংগী দমনে ও জংগী সন্ধানে তৎপর, এজন্যে সরকারকে অভিনন্দন জানাই। এম এ আজিজ দু:খ প্রকাশ করে বলেন, জংগী দমনে সব জংগী মারা যায়-তবে এ পর্যন্ত দু’চারজন জংগী ধরে তথ্য বের করে জাতিকে জানাতে পারেন নাই। জংগীদের জন্ম কোথায় এবং তাদের গডফাদার কারা?
আশাকরি, আগামীতে দু’চারজন জংগী জীবিত ধরে তাদের তথ্য বের করে মুসলীম লীগ জাতিকে জানানোর জোর দাবী করছে। এভাবে আওয়ামীলীগের রাজনীতির ছল-চাতুরীতে জাতি আজ মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে।
সম্প্রতি নবাব সিরাজ উদ দৌলা সড়কস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর মুসলিম লীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুসলিম লীগ নেতা অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্য তুলে ধরেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডিয়াম সদস্য এম এ আজিজ।
সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা মুসলিম লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ, প্রচার সম্পাদক রেজাউল করিম রিপন, গোলাম মোস্তফা বাবু, দক্ষিণ জেলা মুসলিম লীগের সভাপতি পীরজাদা ডা. সৈয়দ ইকবাল উসমানী, দক্ষিণ জেলা মুসলিম লীগের সহ-সভাপতি হাকিম শিহাব উদ্দিন, মুসলিম লীগ নেতা এম এ মোমিন, চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের আহবায়ক কাজী নাজমুল হাসান সেলিম, যুগ্ম আহবায়ক মুহাম্মদ শাহজাহান, মহানগর মুসলিম লীগ নেতা শফী আল নূরী, আব্বাস কাদেরী প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply