২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:২৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:২৩ অপরাহ্ণ

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ আগামীকাল

     

কা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিট ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করবেন।

২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৬৯টি কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো ছিল নীলক্ষেত স্কুল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, ঢাকা কলেজ ও ইডেন কলেজ। এ বছর ২ হাজার ৩৮৩ আসনের জন্য ভর্তিইচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৭২৬ জন।

পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, পরীক্ষার হলে মোবাইল বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষায় মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply