২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ৭:৫২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:৫২ পূর্বাহ্ণ

মাননীয় মেয়র এই হয়রানির শেষ কোথায় ?

     

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার প্রায় সবর্ত্র চলছে নালা সংস্কার ও সড়ক উন্নয়নের কাজ। উন্নয়নের নামে প্রতিটি এলাকায় চলছে ব্যাপক জন হয়রানি। অ-পেশাদার ও দূর্বল ঠিকাদারদের কাজ দেওয়ার কারণে নালা সম্প্রসারণের জন্য উত্তোলিত মাটি র্দীঘ দিন ধরে রাস্তার উপর ফেলে রাখা হচ্ছে । তার উপর সংস্কার কাজ চালানোর জন্য আনা নির্মান সামগ্রী রাস্তার উপর জড়ো করে রাখার কারণে রাস্তা পথচারিদের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। দীর্ঘ সড়কে একসাথে কাজ ধরলেও বেশীর ভাগ এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক কম লোকবল নিয়োগ করা হচ্ছে। কোন কোন এলাকায় দু-তিন জন লোক’কে সড়ক সংস্কারের কাজ চালাতে দেখা যায়।চসিকের সঠিক তদারকি থাকলে এমন অনিয়ম থাকতো না।এমন অনিয়ম চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে সার্জিস্কোপ হসপিটাল এলাকায়, এনায়েত বাজার বাটালী রোড এলাকায় ও দেওয়ান বাজারের মদিনা মসজিদ এলাকার রাস্তা উন্নয়ন মানুষের নাভিশ্বাসে পরিনত হয়েছে। মদিনা মসজিদ এলাকার রাস্তাটি ভাল রাস্তা,কিন্তু এটি উঁচু করা এলাকাবাসীর যতটা প্রয়োজন তার চেয়ে বেশী প্রয়োজন মনে হচ্ছে ঠিকাদারের। প্রথমে রাস্তার পাশে থাকা নালাটি পাঁচ ইট উচু করা হয় । তার পর এটি ভেঙ্গে দুই ইট উঁচু করা হয়। দুই ইট উচু করে নালায় স্ল্যাব তৈরি করা চলে র্দীঘ কয়েক মাস ধরে। রাস্তার এক পাশ উঁচু হওয়ার কারণে রাস্তা সংকুচিত হয়ে র্দীঘ দিন ধরে যানবাহন চলাচলে ব্যাপক অসুবিধায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। ঘনবসতির্পূণ এলাকা হওয়ায় এই সড়কে দৈনিক বিশ-পঁচিশ হাজার লোক যাতায়াত করে। গত বেশ কয়েকদিন ধরে মদিনা সমজিদের পাশের এই রাস্তাটিতে বালি ও পাথর ফেলে পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। অথচ এই রাস্তার পাশে বিশাল মাঠ রয়েছে। মানুষের প্রতি সিটি কর্পোরেশনের ও ঠিকাদারের এই অবজ্ঞা সত্যি দু:খজনক। উন্নয়নের ক্ষেত্রে নাগরিকের প্রতি চসিক একটু আন্তরিক হলে অনেক জনদূর্ভোগ কমে যেত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় মানুষ উন্নয়ন না হওয়ার জন্য যতটা দুর্দশা গ্রস্ত তার চেয়ে হয়রানীর শিকার চসিকের অপরিপক্ব উন্নয়ন উদ্যেগের কারণে।চসিকের প্রতি অনুরোধ,  যে সকল ঠিকাদার নালার মাটি তোলার সাথে সাথে তা সরিয়ে নেওয়ার সক্ষমতা রাখে না,  সে সকল ঠিকাদারদের পরবর্তীতে  যেন কাজ না দেওয়া হয়।   সেই পরিপ্রেক্ষিতে মাননীয় মেয়রের কাছে আমাদের সবিনয় প্রশ্ন এই উন্নয়ন হয়রানীর শেষ কোথায় ?

 

শেয়ার করুনঃ

Leave a Reply