২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৪০/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

এখনো বয়স্ক ভাতার  কার্ড পাননি রৌমারীর রুস্তম আলী  

     

সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারীতে শ্রীফলগাতি গ্রামের রুস্তম আলী আজও বয়স্ক ভাতা পাননি।
সম্প্রতি ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি টিনের ছাপরা ঘরে কোনো মতে বাস করছেন প্রতিবন্ধী দম্পতিটি। দুই ছেলে মোকছেদ আলী ও বিলাল হোসেন বিয়ে করে আলাদা সংসার করছেন। তিন মেয়ে মোমেলা খাতুন, সোনাভান আর ছমিরন নেছা। বিয়ের পর সবাই যার যার মতো করে আলাদা সংসার করছে। কেউ তাদের খোঁজ খবর রাখেন না। বড় মেয়ে মোমেলা খাতুন পোশাক কারখানায় ছোট চাকরি করতেন। ওই টাকায় যতটুকু পারতেন, বৃদ্ধ বাবা-মার দেখভাল করতেন। গত বছর তিনিও অজানা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর অন্ধকার নেমে আসে ওই প্রতিবন্ধী দম্পতির জীবনে। নানা অসুখ সঙ্গে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে অসহায় ওই দম্পতির। উক্ত ওয়ার্ড মেম্বার আবুল কাশেম বলেন, আমি এই বার প্রথম ওয়ার্ড মেম্বার হয়েছি, আগেও অনেক মেম্বারই ছিল কিন্তু কেউই ওই লোকের খোঁজ খবর রাখেনি। বয়স্ক ভাতার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করেননি। যেহুতু আপনে বললেন অবশ্যই বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দিবো সমাজ সেবা অফিসে বলে। এ ব্যাপারে রৌমারী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ থেকে যে তালিকা পাঠানো হয় তার ভিত্তিতেই আমরা কার্ড সরবরাহ করে থাকি। এর বাইরেও বয়স্ক ভাতা বা বিধবা ভাতার কার্ড পাওয়ার যোগ্য কেউ থাকে তাহলে আমি ব্যবস্থা করে দিবো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply