২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:০৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:০৩ পূর্বাহ্ণ

রোবটের শরীরে হৃৎস্পন্দন!

     

বছরের অসুস্থ শিশুর আদলে একটি রোবট তৈরি করেছে যা অনেকাংশেই মানুষের মতো।  রোবটটির শরীরে মানুষের মতোই রক্ত রয়েছে, যে রোবটটি অনুভব করছে হৃত্স্পন্দনও।  হাতের আঙুলে সুঁই ফুটিয়ে শর্করা পরীক্ষার রক্ত সংগ্রহ করার পাশাপাশি ইসিজিও করা সম্ভব।

শরীরের বিভিন্ন স্থানে সেন্সর থাকায় স্বাস্থ্য পরীক্ষার সময় রোগীদের মতো ব্যথায় চিৎকার করে ওঠে, এমনকি মাকেও ডাকতে পারে।  হ্যা অবাক করার মতো হলেও এমন প্রতিবেদন তৈরী প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল।

মজার ব্যাপার হল রোবটটি মানুষের মতোই প্রস্রাব করতে পারে।  শুধু তাই নয় মানুষের মতো রোগে ভোগারও সম্ভাবনা রয়েছে, ঝুঁকিতে আছে হার্ট অ্যাটাকের।   চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে তৈরি করা হয়েছে ‘হল’ নামের রোবটটি।  দাম পড়বে ৪৮ হাজার ডলার।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply