১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:১৮/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

নতুন আলোকবর্তিকা – সারা আনোয়ারা মেধা বৃত্তি ২০১৮ অব্যাহত

     

গতকাল  সোমবার আনোয়ারার অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক, ক্রীড়া সংগঠন “সারা আনোয়ারা” কর্তৃক আয়োজিত “সারা আনোয়ারা মেধাবৃত্তি ২০১৮,  ১১ টি ইউনিয়নে ধারাবাহিক কার্যক্রমের তৃতীয় কার্যক্রম ৩নং রায়পুর ইউনিয়নের উত্তর গহিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ৩নং রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম, উপকূলীয় আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আজিজুল হক , উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোঃ আবদুল জব্বার সহ আরো অনেকে। জানে আলম বলেন, “সারা আনোয়ারা মেধাবৃত্তি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ।আমরা চাই এই কার্যক্রম আরো বিস্তার লাভ করুক। আনোয়ারা প্রতিটি মানুষের সাথে আমি ও আপনাদের সাথে আছি”। উক্ত স্কুলের ৫ম শ্রেণীর ৭০ জন ছাত্র -ছাত্রীদের মাঝে লিখিত এবং মৌখিক আকারে পরীক্ষা নিয়ে সেরা ৩ জনকে নির্বাচিত করা হয়। প্রথম খোরশিদা আক্তার , দ্বিতীয় মর্জিনা আকতার সালমা এবং তৃতীয় হন জয় দাশ অনয়। পরীক্ষকরা খাতা মূল্যায়ন এবং ফলাফল নির্ধারণ অবসর সময়টুকুতে – সকল ছাত্র-ছাত্রীদের মাঝে গান , কবিতা , ছড়া ইত্যাদি পরিবেশনের সময়, কচিকাঁচা ছাত্রদের করতালিতে স্কুল প্রকম্পিত হয়। প্রথম তিন জনের হাতে পুরষ্কার হিসেবে খাতা,কলম,চকলেট, চারা গাছ এবং অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদের হাতে কলম চকলেট তুলে দেয়া হয়। প্রথম স্থান অধিকারিণী খোরশিদা আক্তার বলেন, “আমার খুব ভালো লাগছে এরকম একটা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে, আমি সকল ছাত্র ছাত্রী দের পক্ষ থেকে সারা আনোয়ারা ধন্যবাদ জানাই”। সারা আনোয়ারার পক্ষে পরীক্ষা তদারকি করেন দীপাল চন্দ্র, শাহনাজ বেগম, প্রকৌশলী ছলিম আল আনোয়ার, জি এম মামুন, হাফেজ আতিকুল্লাহ , মাসুদ করিম, হাফেজ মহিউদ্দিন মন্জুর,  ইলিয়াছ দিদার, মোঃ শওকত আলী, মোঃ করিম, মাসুদ পারভেজ, নেজাম, সাদ্দাম, আরিফ, হাফেজ মিনহাজ, হাফেজ আকরাম, মন্জুর, আকিব, রকিব, শ্রীদাম, ফয়সাল, নিঝুম, রাসেল, রিমন প্রমুখ ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply