২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:১৭/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:১৭ পূর্বাহ্ণ

লামায় ৩শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

     

 

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক ৩শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ২০ ও ২১ এপ্রিল ২দিন ব্যাপী বিতরণ কার্যক্রম চলে।
খরিপ -১/২০১৭-১৮ মৌসুমে উফসী আউস ও নেরিকা আউস আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রমোদনা কর্মসূচীর আওতায় এই বিতরণ করা হয়।
২০ এপ্রিল বৃহস্পতিবার বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম.পি। লামা উপজেলা কৃষি কর্মকর্তা নুরে আলম বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিতরণ অনুষ্ঠানে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শত কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় জন-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা যায়, খরিপ -১/২০১৭-১৮ মৌসুমে লামা উপজেলার ২৫০ জন কৃষককে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ সহায়তা বাবদ ৪শত টাকা দেয়া হয়। ৫০ জন নেরিকা আউশ চাষীকে ১০ কেজি করে নেরিকা আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সিওর ক্যাশের মাধ্যমে সেচ এবং আগাছা দমন বাবদ ৮শত টাকা দেয়া হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply