২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৪৪/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

পেটের ভারসাম্য-হাসান মাহমুদ ইলিয়াস

     

 

পেট চায় তিনবেলা ভাত কখনো একটুকরো মাছ
পেট চায়না বিশাল অট্টালিকা আর তার কারুকাজ।

পেট তার অধিকার আদায়ে লড়ে
বিদেশে,গ্রামে নানা শহরে-বন্দরে।

পেট বাঁচতে চায়
দীর্ঘ নিঃশ্বাসে ভরা বসুধায়।

তবুও কত পেট পড়ে থাকে খালি
জানতে চায়না কেউ,জানে শুধু-
ডাস্টবিনে বোঝাই ঐ ময়লাগুলি।

কারও পেটে আবার লাখ টাকার খাবার
প্রতিবেলার আহার,ঝুলে থলি তার।

মানুষ তো আমরা সবাই কেন তবে এত বৈষম্য
সবাইকে মানুষ ভেবে হোকনা পেটের ভারসাম্য।

পেটের ভারসাম্য বদলে দিবে ইতিহাস
হবেনা চুরি ডাকাতি খুন-হত্যা-সন্ত্রাস।

চায়না কেউ মরতে কভু ক্ষুধা যাতনায়
পেট যে চির বিদ্রোহী তার অধিকার চায়।

যতক্ষণ পাবেনা তার অধিকার ফিরে
ততক্ষণ শান্তি আসবে কেমন করে।

পেটের অধিকার দিতে যাকাতের বিধান
চালু হউক সঠিকভাবে
মানুষ হিসেবে মানুষের তবেই হবে মুল্যায়ন।

পেটের ভারসাম্য ফিরিয়ে দিবে পেটের অধিকার
হবেনা কেউ আজবপ্রাণী
মানুষ হিসেবে একটি পরিচয় হবে সবার।

(লেখাটি আমার লেখা “অভীক প্রতীক্ষা” নামক কাব্যগ্রন্থ থেকে,যা অমর একুশে বই মেলা-২০১৮ তে প্রকাশিত হয়)

 

শেয়ার করুনঃ

Leave a Reply