২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৮:০৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

তিন জেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

     

নাটোর, গাজীপুর ও বরগুনা জেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন।সোমবার দিনগত গভীর রাতে ও আজ মঙ্গলবার সকাল বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও একজন জলদস্যু বলে জানিয়েছে র‌্যাব।নাটোর : নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ মেহের আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চামটিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।নিহত মেহের আলী ওই উপজেলার পুরাতন ঈশ্বরদী বাগানপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চামটিয়া এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। এ সময় তাদের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময় হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মেহের আলীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।তিনি জানান, মেহের আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৪টি মামলা রয়েছে।ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি জব্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।সোমবার দিনগত রাত ৩টার দিকে টঙ্গীর মুদাফার প্রত্যাশা মাঠ এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।নিহতের বয়স ৩০ বছর বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি র‌্যাব।র‌্যাব-১-এর উপঅধিনায়ক মেজর মো. ইসতিয়াক আহমেদ বলেন, একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে প্রত্যাশা মাঠ এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল,বিপুল পরিমাণ ইয়াবা ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধারের খবরও  জানিয়েছে র‌্যাব।বরগুনা : বরগুনার পাথরঘাটা উপজেলা র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’এক জলদস্যু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে পাথরঘাটার সুন্দরবনসংলগ্ন মাঝেরচর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, র‌্যাব নিহতের লাশ থানায় হস্তান্তর করেছে।

শেয়ার করুনঃ

Leave a Reply