২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সকাল ১১:৪৮/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

ক্রীড়াঙ্গন যতদিন থাকবে মুহিবুল্লাহ চৌধুরী ততদিন বেঁচে থাকবে-সামশুল

     

পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এটিএম মুহিবুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ২৫ আগস্ট শনিবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। স্মরণ সভা উদযাপন পরিষদের সভাপতি ও পটিয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী টিপু, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক মেয়র নুরুল ইসলাম, কবিয়াল আবু ইউসুফ, বদরুল খায়ের চৌধুরী, মোজাম্মেল হক, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, মাহবুবুল আলম, সামশুল আলম বাবু, শাহজাহান চৌধুরী, প্রয়াত এটিএম মুহিবুল্লাহ চৌধুরীর কনিষ্ট কন্যা মালিহা চৌধুরী, বক্তব্য রাখেন স্মরণ সভা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক শফিকুল আলম বাশার, আবদুল করিম আলমদার, আজাদ খাঁন, আবদুল হাকিম, সদস্য মফিজুর রহমান, আবদুস সালাম, আবদুল বারেক, নুরুল আলম, মোর্শেদ হোসেন, হাফিজুর রহমান রুবেল, জমির উদ্দিন আজাদ, রহিম বাদশা, নুরুল কবির, আবদুল মোমেন, বাবুল আবছার, শওকত উসমান মুন্না, মামুনুল ইসলাম প্রমুখ।
স্মরণ সভায় প্রধান অতিথি সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ক্রীড়াঙ্গন যতদিন থাকবে এটিএম মুহিবুল্লাহ চৌধুরী ততদিন বেঁচে থাকবে। পটিয়া তথা চট্টগ্রামের খেলাধুলাকে প্রসার করতে মুহিবুল্লাহ চৌধুরীর অবদান অতুলনীয়। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের মাধ্যমে খেলায়াড় তৈরিতে অবদান রেখেছেন তিনি। এটিএম মুহিবুল্লাহ চৌধুরী জীবনের দীর্ঘসময় খেলাধুলার পেছনে ব্যয় করেছেন। তাঁর মতো ক্রীড়া সংগঠক বর্তমান সময় খুবই কম। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তাঁর অবদান ভুলার মতো নয়।

শেয়ার করুনঃ

Leave a Reply