২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৩/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১১:৩৩ অপরাহ্ণ

৯ বছর ধরে প্রধানমন্ত্রীর নামে কোরবানি দিচ্ছেন মুক্তিযোদ্ধা জাবেদ আলী

     

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে টানা নয় বছর ধরে কোরবানি দিয়ে আসছেন টাঙ্গাইলের মির্জাপুরের মুক্তিযোদ্ধা জাবেদ আলী। এবারও তিনি গরু কোরবানি দিয়েছেন।

ঈদের দিন গতকাল ২২ আগস্ট (বুধবার) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি এ গরু কোরবানি দেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। জাবেদ আলী গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার।

অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানান, গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছেন জাবেদ আলী। এবার তিনি ধারাবাহিকতা বজায় রেখে ৪২ হাজার টাকা মূল্যের একটি গরু কোরবানি দিয়েছেন।

মুক্তিযোদ্ধা জাবেদ আলী বলেন, ‘১৯৬২ সালে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মাধ্যমে শ্রমীকলীগ দিয়ে রাজনীতি শুরু করি। তখন আমি টাঙ্গাইল কটন মিলের সহ-সভাপতি ছিলাম। পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করি।’

গরু কোরবানি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। তখন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে আমি প্রার্থনা করি, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন, তবে প্রতি বছর গরু কোরবানি দেবো। সেই থেকেই প্রতি বছর গরু কোরবানি দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার তিন ছেলের দুই জন বিদেশে থাকে। তাদের টাকা দিয়ে সংসার চলে। সরকারি ভাতার টাকা দিয়ে প্রতি বছর গরু কোরবানি দিই।’

জাবেদ আলীর কোরবানি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।+ এবিনিউজ

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply