২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৫/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ

ইমরানকে লক্ষ্য করে মোদির চিঠি

     

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার নিমন্ত্রণ করেছিলেন ক্রিকেটার থেকে রাজনৈতিক বনে যাওয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খান। মোদি সেই অনুষ্ঠানে হাজির না হলেও, ইমরানকে লক্ষ্য করে একটি চিঠি পাঠিয়েছেন। আর তার বিষয়বস্তু নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

বিতর্কটা শুরু করেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। সংবাদমাধ্যমকে কুরেশি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি বন্ধ আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন মোদি। এই দাবি নিয়ে বিতর্ক শুরু হলে গতকাল ২০ আগস্ট (সোমবার) সন্ধ্যায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস বিবৃতিতে জানান, ভারতের প্রধানমন্ত্রী সরাসরি আলোচনার প্রস্তাব দেননি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও তেমন কিছু বলেননি।

পাকিস্তানের দাবি, দু’দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া শান্তি আলোচনা ফের শুরু করার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির চিঠি পাকিস্তান বা ভারত কেউই প্রকাশ করেনি। তবে ভারতের সরকারি সূত্রের খবর, চিঠিতে তেমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়ে মোদি দক্ষিণ এশিয়াকে সন্ত্রাসমুক্ত করে গড়ে তোলার অভিপ্রায়ের কথা জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply