২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৫৯/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে স্বয়ং মন্ত্রীও করলেন ভুল! হল রুমে একজন একজনের চোখাচোখি ও গুঞ্জন

     

ড.মাহমুদ হাসান একজন মানবপ্রেমী মানুষ ছিলেন। কাউকে কষ্ট না দিয়ে তিনি না ফেরার দেশে গেছেন। মৃত্যূ কাউকে বলে আসেনা।তিনি সংগঠন করতেন কিন্তু তিনি অসাংগঠনিক কিছু করতেন না। অকালে আমরা তাকে হারিয়েছি।  সংগঠনে সময় দিতে গিয়ে তিনি শরীরের প্রতি যত্ন নেননি।তিনি হাসপাতালে করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। অসংখ্য মানুষের প্রিয়জন ছিলেন তিনি । জেলা পরিষদ আয়োজিত তাদের মিলনায়তনে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি গণপূর্ত মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এই স্মরন সভায় জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম সভাপতিত্ব করেন। আজ বিষুদবার বিকাল ৫টায় এই সভা শুরু হয় এবং সাড়ে সাতটায় শেষ হয়।

সভায় বেশ কয়েকজন বক্তা  ড. মাহমুদ হাসানের স্হলে   ড.  হাসান মাহমুদ উল্লেখ করে বক্তব্য শুরু ও শেষ করেন। জেলা পরিষদ চেয়ারম্যানএম এ সালাম ও সাবেক এমপি মাজেহেরুল হক শাহ ছাড়া সকলেই নাম উচ্চারনে ভুল করে বসেন। এমনকি অনুষ্ঠানের প্রধান অতিথি  গণপূর্ত মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেনও একই ভুল করেন।তখন হল রুম জুড়ে চোখাচোখি ও একটি গুঞ্জন শুনা গেছে। গুঞ্জনটি হলো জীবিত মানুষ ড. হাসান মাহমুদকে মেরে ফেলা এই স্মরন সভায় আবার কেউ কেউ বল্লেন সাবেক মন্ত্রী ড.হাসান মাহমুদের হায়াত আরো বেড়ে গেল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply