২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৩১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম.মোর্শেদ খান’র ঈদের শুভেচ্ছা

     

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান’র পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দলের তৃণমূল নেতা-কর্মী বিশেষ করে চট্টগ্রাম- ৮ সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভ ও নৈকট্য অর্জনে কোরবানীকে ফরজ করা হয়েছে মুসলমানের উপর। বনের পশুকে নয়, মনের পশুকে কোরবানী দিয়ে আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করা সম্ভব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী। তিনি বলেন, বর্তমানে দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একটি সংকটময় মুহুর্ত অতিক্রান্ত করছে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার, মৌলিক অধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের আন্দোলন করতে গিয়ে দলের হাজার হাজার নেতাকর্মী গত ৯ বছর ধরে ঘর ছাড়া হয়েছে। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সরকারের লেলিয়ে দেওয়া বাহিনী দ্বারা অনেক নেতাকর্মী খুন, গুম, আহত হয়েছে, নিহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে এবং হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার জেল-জুলুম-মিথ্যা মামলায় জর্জরিত, ফলে দলীয় নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে ঈদ-উল আযহা পালন করা খুবই কঠিন হয়ে পড়েছে। দেশের মানুষ আজ শান্তিতে নেই, ব্যবসা-বাণিজ্য সর্বাঙ্গে লুট-পাটের সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংক সেক্টর প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। আজ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীন। তিনি আইনের সু-শাসন থেকে বঞ্চিত। এই অবস্থায় আমাদের এবারের মহান পবিত্র ঈদ-উল-আযহা অত্যন্ত ধৈর্য ও সু-শৃঙ্খলার সহিত পালন করার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সরকার ঈদের আনন্দ থেকে দলের নেতা-কর্মী ও দেশবাসীকে বঞ্চিত করেছে। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে দেশ গভীর সংকটের দিকে নিমজ্জিত হবে। চলমান সংকট উত্তোরনের লক্ষ্য সরকারের নিকট একটি মাত্র পথ খোলা রয়েছে তা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বিরোধী দলীয় নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ট, নির্বাচনের পরিবেশ তৈরি করে সকল দলের অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করা। পরিশেষে দেশ জাতির মুক্তি ও শান্তির জন্য মহান আল্লাহ’র দরবারে দোয়া প্রার্থনা করেন এবং আগামী ২৩ আগস্ট জননেতা মোর্শেদ খান চট্টগ্রামের সকল স্তরের নেতা কর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে চট্টশ্বরী রোড়স্থ বাড়ী এবেন হাউজে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলের নেতৃকর্মীদের সাথে আলোচনা সভা করবেন। এতে সকলের অংশগ্রহনের জন্য অনুরোধ জানানো হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply