২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৫৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর প্রস্তুতি সভা

     

 

 

আগামী ২২ মে উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কামেল আতায়ে রসূল (দঃ), সুলতানুল হিন্দ, গরীবে নেওয়াজ, খাজায়ে খাজেগান, হযরত খাজা মইনুদ্দীন চিশতী সঞ্জরী (রঃ) এর পবিত্র ওরশ মোবারক উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর ব্যবস্থাপনায় কাওয়ালী ও মাইজভান্ডারী সংগীতের আসর এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গোষ্ঠীর কার্যালয় চট্টগ্রামস্থ, হামজারবাগ, বিবিরহাট গাউসিয়া হক ভান্ডারী খানকাহ্ শরীফে প্রস্তুতি আলোচনা ও অনুশীলন শুরু হয়েছে। মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি  সিরাজুল মোস্তফার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন; সহ-সভাপতি জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, উপদেষ্টা এ.ওয়াই.এম জাফর, মাওলানা শায়েন্তা খান আল আজহারী মাইজভান্ডারী, মোহাম্মদ মাকসুদুর রহমান চৌধুরী হাসনু, জনাব ফজলুল হক ফজু, সৈয়দ আদিল মাহবুব আকবরী, সৈয়দ জাবের সরওয়ার, ওমর ফারুখ। অন্যান্যদের মধ্যে লায়ন ডা. বরুণ কুমার আচার্য, আবু তালুকদার হাবীব, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, হুমায়ূন  রশিদ ফয়সাল, মমতাজ আহমেদ মামুন, বাবুল শীল, টিংকু দাশ, মোঃ ইমন, খোরশেদ আলম, মোহাম্মদ বাব, মোহাম্মদ মনছুর সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষে মাইজভান্ডারী সংগীতের মহড়া অনুষ্টিত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply