২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৪৮ পূর্বাহ্ণ

শরফ এলপিজির সাথে ডিইসি ইন্টারন্যাশনালের স্মারক চুক্তি সই

     

এলপিজি বোটলিং গ্যাস ফিলিং কোম্পানি শরফ এলপিজি লিমিটেডের সাথে ডিইসি ইন্টারন্যাশনালের একটি স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে। গত শুক্রবার (১০ আগস্ট) নগরীর হোটেল পেনিনসুলায় শরফ এলপিজি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের সিইও ও ইউসিবি ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী এবং ডিইসি ইন্টারন্যাশনালের পক্ষে সিইও লুক জেকসিন চুক্তিতে স্বাক্ষর করেন। স্মারক চুক্তির সময় আরো উপস্থিত ছিলেন শরফ এলপিজি লিমিটেডের সিইও মোহাম্মদ গোলাম নওশের আলী, পরিচালক নওশের হাসান, ডিইসি ইন্টারন্যাশনালের প্রজেক্ট ইঞ্জিনিয়ার হার্ভ ডিসারটেইন এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক প্রমুখ। উল্লেখ্য, বেলজিয়াম কোম্পানি ডিইসি ইন্টারন্যাশনাল এলপিজি বোটলিং প্ল্যান প্রতিস্থাপনে অভিজ্ঞ এবং বাংলাদেশে বিভিন্ন কোম্পানির এলপিজি বোটলিং স্থাপনে দক্ষতার পরিচয় দিয়েছেন। চুক্তি অনুযায়ী ডিইসি ইন্টারন্যাশনাল এক বছরের মধ্যে উৎপাদনের ৪৫ শতাংশ এবং ২ বছরের মধ্যে সম্পূর্ণ উৎপাদনের কাজ সম্পন্ন করবে। এলপিজি প্ল্যান্ট সম্পূর্ণভাবে উৎপাদনের পর হতে আরো ৩ বছর প্রজেক্ট ফাইন্যান্সের ব্যবস্থা করবে বেলজিয়ামের কোম্পানি ডিইসি ইন্টারন্যাশনাল লিমিটেড। চাহিদা অনুযায়ী ও স্বল্প খরচে এলপিজি বোটলিং করে দেশ ও জাতির জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাপক অবদান রাখবে শরফ এলপিজি লিমিটেড।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply